Header Ads Widget

ডুমুরিয়ায় চেয়ারম্যানের পক্ষে আ’লীগের মানববন্ধন, হৃদরোগে মারা গেলেন কৃষক লীগ নেতা

 ডুমুরিয়ায় চেয়ারম্যানের পক্ষে আ’লীগের মানববন্ধন, হৃদরোগে মারা গেলেন কৃষক লীগ নেতা



বিবিসি বার্তা : ডেক্স রিপোর্ট 


খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ আহমেদের পক্ষে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাজার বাসস্ট্যান্ড চত্ত্বরে এই মানববন্ধনে এজাজের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের’ শাস্তি ও বিচারের দাবি জানানো হয়।


এদিকে মানববন্ধনে যোগ দিতে এসে হৃদরোগে মারা গেছেন ডুমুরিয়য়ার গুটুদিয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক জয়দেব মন্ডল।


মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাইদ সরদার। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু বক্কার খান, জিএম ফারুক হোসেন, মোল্লা সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, গোপাল চন্দ্র দে, গাজী হুমায়ুন কবির বুলু, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ, মেহেদী হাসান বিপ্লব, শেখ ইকবাল হোসেন, সরদার মাসুদ রানা, অরিন্দম মল্লিক, রেজওয়ান হোসেন মোল্লা, মাষ্টার শহিদুল ইসলাম, গাজী আব্দুস সালাম, খান হাফিজুর রহমান, গাজী আব্দুল হক, রবিউল ইসলাম আন্টু, কাজী মেহেদী হাসান রাজা, গাজী সোহেল আহমেদ লিটন, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, সরদার রাসেল প্রমুখ।


গত শনিবার রাতে গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক নারী। শনিবার রাত সোয়া ১১টায় ওই নারী নিজেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন। সেখানে তিনি জবানবন্দি প্রদান করেন। রোববার বিকাল সাড়ে ৫টায় তাকে ছাড়পত্র দেওয়া হলে হাসপাতালের ওসিসির সামনে থেকে ফিল্মিস্টাইলে মাসহ তাকে তুলে নিয়ে যাওয়া হয়। রাত ১১টায় ওই তরুণী থানায় ফিরে জানান, তাকে ধর্ষণ বা অপহরণ করা হয়নি। তরুণী ধর্ষণ, অপহরণ ও অস্বীকারের ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড় চলছে।

Post a Comment

0 Comments